কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদে গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তানভীর নিখোঁজ হয়েছেন। তার সঙ্গে আরো দুই বন্ধু নামলেও তারা তীরে উঠতে সক্ষম হন।
সোমবার বিকেল পৌনে ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনের কুমারখালীর কয়া গড়াই রেলসেতুর নিচে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিখোঁজ তানভীর বরগুনা জেলার বাসিন্দা।জানা যায়, একটি গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১৩ জন ছাত্র মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগর, পরে কুমারখালীর লালন আখড়াবাড়ি দেখেন।
পরে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদে রেলসেতুর নিচে তিন বন্ধু নামেন। তারা সাঁতরে গড়াই নদ পার হওয়ার চেষ্টা করেন। ওপারে পার হওয়ার সময় দুই বন্ধু তীরে উঠতে সক্ষম হন। কিন্তু তানভীর পানিতে তলিয়ে যান। পরে খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।
কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, ১৩ জনের মধ্যে একজন খুলনা বিভাগীয় কমিশনারের ছেলে আছেন। ১২ জন সুস্থ আছেন। একজন এখনও নিখোঁজ। তাকে উদ্ধারে চেষ্টা চলছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তানভীরের খোঁজ মেলেনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha