ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকারের অপসারণের দাবিতে মানববন্ধন ও কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাব।
সোমবার বেলা সাড়ে ১১ টার সময় নগরকান্দা সদরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পৌরমেয়রের স্বেচ্ছাচারিতা, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি, কাউন্সিলর ও পৌর কর্মচারীদের দের সঙ্গে দুর্ব্যাবহার সহ নানাবিধ অভিযোগ তোলা হয়।
এর আগে গত ৩০ এপ্রিল ১০জন কাউন্সিলর বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি প্রতিবাদে অনাস্থা প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রদান করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর বাবলু মাতব্বর, কাউন্সিলর নাসির মাহমুদ ও স্থানীয় এলাকাবাসী।
এদিকে সোমবার দুপুরে নগরকান্দা পৌর মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়াসিন কবিরের নেতৃত্বে তদন্তে করেন।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র এর উপস্থিতিতে কাউন্সিলরদের সাক্ষ্য গ্রহণ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।