বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ মার্চ) সকালে পৃথক শোকবার্তায় আতিক উল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক জানান তারা।
উভয় শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
সোমবার (২২ মার্চ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারে চেয়ারম্যান আতিক উল্লাহ খান মাসুদ। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হসপিটালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার আগেই মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫