ফরিদপুরের সদরপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিটে মান্নান বেপারী (৫৫) নামে একজকে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার (১০ জুন) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহত মান্নান বেপারী উপজেলার ঢেউখালী ইউনিয়নের ওয়াজ হাওলাদারের ডাঙ্গীর গ্রামের মৃত করম বেপারীর ছেলে।
মামলার বিবরণ ও তথ্য সংগ্রহকালে জানা গেছে, মান্নান বেপারীর সাথে একই গ্রামের বতু বেপারী গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ২২ মে সন্ধায় একই গ্রামের আরশাদ বেপারীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিবাদীরা তাকে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে বেদম মারপিট করে মারাত্বক যখম করে।
আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে গত শনিবার (১০ জুন) রাতে তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, এব্যপারে পূর্বে নিহতের ভাই রজব আলী বেপারী বাদি হয়ে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলাটি বর্তমানে হত্যা মামল হিসেবে দ্বায়ের করা হবে। পুলিশ আসামীদের গ্রেপ্তারে জোর চেষ্ঠা চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।