রাজবাড়ীর কালুখালী উপজেলার ৩ মাদরাসা শিক্ষককে আটকে রেখে ভিডিও ধারন ও লাঞ্চিত করায় সংবাদ সম্মেলন করে নিন্দা জানিয়েছে মাদরাসা কতৃপক্ষ।
শনিবার (১০ জুন ২০২৩) কালুখালীর মহিলা মাদ্রাসা ও এতিমখানার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ জহুরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি তুলে ধরেন, গত ৪ জুন দুপুরে তার মাদরাসার ৩ শিক্ষক শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ নিয়ে পাংশা থেকে কালুখালী আসছিলো।
এসময় জনৈক মাসুম বিল্লাহ এবং আলামিন তাদেরকে ধরে নিয়ে কুড়াপাড়ার এক মাদরাসায় আটক করে লাঞ্চিত করে। পরে তাদের ভিডিও ধারন করে বলে তোরা মাদরাসার কোরআন বিক্রি করতে পাংশা এসেছিস। মাসুম বিল্লাহ ও আলামিনকে টাকা না দিলে ওই ভিডিও নেটে ছেড়ে দেবে বলেও তারা ভয় দেখায়। ১ ঘন্টা আটকের পর তারা ওই ৩ শিক্ষককের সরকিছু রেখে ছেড়ে দেয়।
এই ঘটনায় ৩ দিন পর আলামিন ওই ভিডিওটি ফেজবুক পেজে পোষ্ট দিয়ে ৩ শিক্ষককে কোরআন বিক্রেতা বলে অপপ্রচার চালায়। সংবাদ সম্মেলনে মাওলানা জহুরুল ইসলাম এহেন অপকর্মের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha