আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৭:০০ এ.এম || প্রকাশকাল : জুন ১০, ২০২৩, ৩:২৩ পি.এম
বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ১৪ বছর শীর্ষক আলোচনা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ১৪ বছর শীর্ষক আলোচনা ও মহিলা সমাবেশ শনিবার বেলা বারোটায় সবজার্নেছা আব্দুস শুকুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে এবং ফরিদপুর যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আহমেদ মেহেবী র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পৌর শাখার সভাপতি মিসেস আসমা বাড়ি, ফরিদপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া বেগম, ফরিদপুর জেলা আওয়ামী লীগ এর সভাপতি শামীম হকের সহধর্মিনী রোমানা হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সহধর্মিনী রেহেনা পারভীন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোসের সহধর্মিনী শ্রাবণী বোস, সাবেক সাধারণ সম্পাদক মেম্বার এমসি ফাউন্ডেশন এর সোমা ইসলাম, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নাজমুন্নাহার, রুমানা খান রুমা, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস মাসুমা বেগম, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রামানিক। সরকারি ইয়াসিন কলেজের সাবেক জি এস রহিম মিয়া জুয়েল।
সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।এ ধারা অব্যাহত রাখতে হবে।
তারা বলেন বিএনপি জামাত দেশে আবার আগুন সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অশান্ত করার পায়তারা করছে। আর তাই সবাইকে সচেতন থাকতে হবে । ফরিদপুরে তাদের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে । এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আওয়ামীলীগ প্রার্থীকে বিজয়ী করতে হবে সে উদ্দেশ্যে এখন থেকেই সবাইকে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলো জনগণের কাছে প্রচার করতে হবে। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে যোগ দেয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha