ভোর হলেই বাড়িতে বাড়িতে হাজির জলিল মোল্যা । দু’হাতে বাজারের ব্যাগ। প্রতিদিন মাছ, শাক-সবজি, ফল-মূল বিতরণের মধ্যমে ভোটারদের আকৃষ্ট করার জোর প্রচেষ্টা তার।
তাছাড়া তার নির্বাচনী এলাকার হাট-বাজার, মেলা, ওয়াজ-মাহফিলেও কুল বরই বিতরণের মাধ্যমে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। ব্যতিক্রমী এ নির্বাচনী প্রচারণার করণে আলোচন-সমালোচনার ঝড় ইউনিয়ন জুড়ে। কেউ কেউ বলছে, মহিলা ভোটারদের আকৃষ্ট করার জন্যই তিনি ব্যতিক্রমী প্রচার পন্থানুসরণ করছেন।
জলিল মোল্য ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক ইউ.পি সদস্য। জানা যায়, তিনি ও তার ২য় স্ত্রী রানী বেগম দু’জনেই এবার ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। তাইতো আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আট-ঘাট বেঁধে প্রচার-প্রচারণায় নেমেছেন তিনি।
ব্যতিক্রমী এ প্রচার সম্পর্কে জলিল মোল্যার সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, এটা মোটেও আমার নির্বচনী প্রচারণার কৌশল না। আমি আমার এলাকার আসহায়, দরিদ্র মানুষের সেবা করছি এবং করব।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, জলিল মোল্যার এ নির্বাচনী কৌশল নজিরবিহীন। তিনি তার নির্বাচনী এলাকার ভোটারদের বাড়িতে বাড়িতে ভোট চায় এবং খাদ্য দ্রব্য বিতরণ করেন। ইউ.পি নির্বচনের বাকি কয়েক মাস তাই জলিল মোল্যার আনাগোনা বেড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫