আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১:৪৭ পি.এম || প্রকাশকাল : জুন ৯, ২০২৩, ১০:৫৭ পি.এম
মুকসুদপুরে মাটি কেনা বেচার ধুম, রাস্তায় মরনদশা
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর হতে চাঁদ হাট রাস্তার মৌলভীমাঠ থেকে চাঁদ হাট বাজার পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা বর্তমানে মরণফাদে পরিনত হয়েছে।
কিছু প্রভাবশালী অসাধু মাটি ব্যবসায়ী দীর্ঘদিন যাবত রেললাইনে মাটি কেনা বেচা করে আসছে।
মৌলভীমাঠ এর পাশে বয়ে যাওয়া কুমার নদীর পাড়ের মাটি বিক্রি করে দেয় কিছু লোক।
ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবত সেই মাটি ট্রাকে করে রেললাইনে দিয়ে আসছে। ট্রাকে মাটি নিতে গিয়ে রাস্তায় মাটি পড়ে রাস্তা মাটিযুক্ত হয়। রাস্তা দিয়ে যেকোনো গাড়ি যাওয়ার সময় ধুলো উড়ে এলাকা সহ সাধারণ জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হতে থাকে।
হঠাৎ করে আজ ৯ জুন বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি হওয়ায় ২ কিলোমিটার রাস্তা পুরোপুরি কর্দমাক্ত হয়ে যায়। এর ফলে রাস্তায় দুর্ঘটনার আশংকায় রয়েছে মটর বাইক সহ অন্যান্য যানবাহন। কর্তৃপক্ষের নিকট দ্রুত এর প্রতিকার চায় এলাকার সাধারণ জনগন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha