রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় খোকসা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া কাভার ভ্যান ও বিপরীত পাশ থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
বৃহস্পতিবার (৮মে) রাত ৯টার দিকে খোকসা হেলথকেয়ারের সামনে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে ।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সম্রাট শেখ (২০) নিহত হয়েছে। নিহত সম্রাট শেখ খোকসা উপজেলা পাতেল ডাঙ্গী গ্রামের মনজেল শেখের ছেলে বলে জানা যায়।
অপরদিকে সড়ক দুর্ঘটনায় আরো কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক। তারা হলেন কাজেম শেখ, রকি (২০), রাফি (১৮)।
স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। তারা এখন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
দুর্ঘটনার নিহতর সংবাদ খোকসা থানার (ওসি) সৈয়দ আশিকুর রহমান নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫