ছেলের বিয়েতে উচ্ছ্বসিত হয়ে আমন্ত্রিত অতিথিদের ওপর টাকার বর্ষণ করেছেন বাবা। টাকা বর্ষণের জন্য ভাড়া করেছিলেন হেলিকপ্টার।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, নতুনত্ব ও চমক আনতেই এমন পদক্ষেপ নেন বরের বাবা। পাকিস্তানের পাঞ্জাবে অভিনব এ ঘটনাটি ঘটে। বিয়েতে আমন্ত্রিতদের ওপর নিজের হাতে ১৫ কোটি টাকা উড়িয়েছেন ছেলের বাবা। আনন্দে আটখানা বাবার এমন কাণ্ড বিশ্বজুড়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। টাকার সঙ্গে গোলাপের পাপড়িও ছড়িয়েছেন তিনি।
টাকা ওড়ানোর মুহূর্তের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কেউ কেউ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কালো টাকার অভিযোগ এনেছেন অনেকেই। তবে মজা করে একাংশ এমন বিয়ে বাড়িতে খেতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।
জানা যায়, হরিয়ানা থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মাণ্ডি বাহুউদ্দীনে বিয়ে করতে গিয়েছিলেন বর। পরিকল্পনা মাফিক টাকা ওড়ানোর জন্য হেলিকপ্টার ভাড়া করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha