মাগুরার মহম্মদপুরের বাবুখালী বাজারের এক সার ডিলারের রিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ওই সার ডিলারের নাম হাবিনুজ্জামান। হাবিনুজ্জামান ভূয়া কাগজপত্রাদি তৈরি ও ভুল তথ্য দাখিল করে মেসার্স মোল্যা ট্রেডার্সের নামে সার ডিলার হন। সার ডিলার ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০০৯ উপেক্ষা করে তিনি ডিলারশীপ নেন বলে অভিযোগে বলা হয়েছে।
এছাড়া বাবুখালী এলাকায় সার বিতরণ না করে অন্যত্র বিক্রি করেন বলেও অভিযোগ তোলা হয়েছে ওই ডিলারের বিরুদ্ধে। হাবিনুজ্জামানের এই ডিলারশীপ বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তিন ব্যক্তি। অভিযোগকারিদের মধ্যে তার আপন ভাইও রয়েছেন। একটি সুত্র জানিয়েছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ বিষয়টি নিয়ে ভাইয়ে ভাইয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন।
অভিযোগকারিদের একজন এন. জামান। তিনি বলেন, ‘হাবিনুজ্জামানের নামে ডিলার নিয়ে দেওয়া হয়েছে। সবকিছু আমরা বড় ভাইয়েরা করেছি। সম্মিলিতভাবে ব্যবসা করার কথা ছিল। তার নামে ডিলারশীপ থাকায় যা খুশি তাই করছে। বাবুখালী বাজারে সার বিক্রি না করে অন্যত্র বিক্রি করে দিচ্ছে।’
সার ডিলার হাবিনুজ্জামান বলেন, ‘সকল প্রক্রিয়া অনুসরণ করে ডিলার নিয়োগ পেয়েছি। বড় ভাইয়েরা এক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছে। আমি নিয়মতান্ত্রকভাবে সার উত্তোলণ করেছি এবং আমার এলাকাতেই বিক্রি করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি, বিধি মোতাবেকই সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ভাইয়ে ভাইয়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে এ অভিযোগ করা হয়েছে কিরা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, ‘ লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।