নোয়াখালীর চাটখিলে গরমে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছেন দুই শিক্ষার্থী। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন- ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের বিজ্ঞানবিভাগের দশম শ্রেণির ছাত্রী তানজিলা সুলতানা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের নবম শ্রেণির ছাত্রী কানিজ ফাতেমা রিয়া।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, ওই দুই শিক্ষার্থী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে তারা সুস্থ ও স্বাভাবিক থাকলেও পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সহপাঠীরা।
চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোশতাক আহমেদ আমাদেরকে বলেন, বর্তমানে তারা আশঙ্কামুক্ত আছেন। তাদের চিকিৎসা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha