নড়াইলে ২০২২-২৩ অর্থবছরে খরিফ -২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ৭জুন বিকালে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষষের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু।
এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকোনুজ্জামান, এমপি মাশরাফি বিন মোর্ত্তুজার কৃষি প্রতিনিধি তাজুল ইসলাম।
নড়াইল সদর উপজেলায় ১৬০০ জন কৃষকের মাঝে প্রণোদনা প্রদান করা হয়। প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha