আজকের তারিখ : মে ১২, ২০২৫, ২:৩৫ পি.এম || প্রকাশকাল : জুন ৬, ২০২৩, ১:৩৯ পি.এম
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু

ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গত ১৯-০৫-২০২৩ তারিখে রাজশাহী জেলার পুটিয়া থানাধীন শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে এক জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী দেয় যা ইলেকট্রনিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ।
এ ঘটনার প্রেক্ষাপটে আতাউর রহমান কালু(৩৭), পিতা- মৃত আব্দুস সামাদ, সাং-ব্রহ্মন্দী, থানা- ভাংগা, জেলা-ফরিদপুর, সাংগঠনিক সম্পাদক, মানবিক বাংলাদেশ সোসাইটি বিগত ২৯-০৫-২৩ তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালত ফরিদপুরে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে উস্কানিমূলক ভীতিকর ও বিভিন্ন মানহানিকর বক্তব্য প্রদান করে উহা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানহানি করার অপরাধে একটি অভিযোগ পত্র দায়ের করেন।
উক্ত অভিযোগের ভিত্তিতে অরুপ কুমার বসাক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালত ফরিদপুর অভিযোগটি আমলে নিয়ে অফিসার ইনচার্জ ভাঙ্গা থানা ফরিদপুরকে একটি মামলা রুজু অন্তে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।এ আদেশের প্রেক্ষাপটে ভাঙ্গা থানায় মামলাটি রুজু করা হয়। যার নং ০৮/২১৫, তারিখ:০৫-০৬-২০২৩।ধারা:৫০০/৫০১ পেনাল কোড তৎসহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৭/২৯ ধারা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha