আজকের তারিখ : এপ্রিল ২৪, ২০২৫, ৯:০৩ পি.এম || প্রকাশকাল : জুন ৪, ২০২৩, ৩:৩৬ পি.এম
মাগুরায় কিশোরীদের মাঝে এস.এম.সি কোম্পানির স্যানেটারী ন্যাপকীন জয়া বিতরণ

উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে সামনে নিয়ে মাগুরা শালিখা উপজেলার সরস্বতী শিকদার গার্লস স্কুল এন্ড কলেজে কিশোরীদের মাঝে স্যানেটারী ন্যাপকীন জয়া বিতরণ করা হয়। রবিবার ৪ জুন বেলা ১০ টার সময় লাগে সরস্বতী শিকদার গার্লস স্কুল এন্ড কলেজের শ্রেণিকক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শালিখার আয়োজনে ও এস.এম.সি কোম্পানির সার্বিক সহযোগিতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরস্বতী শিকদার গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কুমুদ রঞ্জন বিশ্বাস এবং উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) শালিখা সঞ্জীব কুমার মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন সভাপতি সরস্বতী শিকদার গার্লস স্কুল এন্ড কলেজ ও চেয়ারম্যান ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ শালিখা শ্রী বিমলেন্দু শিকদার। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শালিখা ডাঃ সাইমুন নিছা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শালিখা মোঃ আইয়ুব হোসেন, অফিসার ইনচার্জ শালিখা মোঃ মোশাররফ হোসেন, সেলস ম্যানেজার এস.এম.সি এন্টারপ্রাইজ লিঃ কুষ্টিয়া (বিশেষ সহযোগিতায়) আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন এস.এম.সি কোম্পানির সিনিয়র সেলস প্রোমোশন অফিসার রেজাউল করিম ও টেরিটরি সেলস অফিসার মাহাবুবুল হাসান। কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণে শালিখা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা কয়েকটি উল্লেখ যোগ্য রোগের বিষয় সম্পর্কে আলোচনা করেন, রোগ গুলো হলো মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার, সাদা স্রাব, বন্ধ্যাত্ব, কিডনি সমস্যা, চোখে ঝাপসা দেখা সহ আরও স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি বিষয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার ও ডাঃ সাইমুন নিছা কিশোরীদের উদ্দেশ্য সমাজ থেকে বাল্য বিবাহ দূর করার জন্য বিশেষ আলোচনা করেন। প্রশিক্ষণের আলোচনার শেষে অতিথি বৃন্দগণ, এস.এম.সি কোম্পানির স্যানেটারী ন্যাপকীন জয়া বিতরণ করা হয় ৩০০ জন ছাত্রীর মাঝে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha