মেডিকেল সহকারী হয়ে চোঁখের সবরকম চিকিৎসা দেওয়ায় ইয়ার হোসেন (২৭) নামের এক চিকিৎসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত শনিবার দুপুরে উপজেলার বানা ইউনিয়নের বানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চক্ষু ক্যাম্প করে চিকিৎসা দেওয়ার সময় জাতীয় ভোক্তা অধিকার আইনে ইয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এর নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রজত বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মেডিকেল সহকারী হয়ে ইয়ার হোসেন চোঁখের সব রকম চিকিৎসা দিচ্ছে এমন খবরে ঘটনাস্থলে গিয়ে তাকে জরিমানা করা হয়।
ইয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জুলাইপাড়া গ্রামের বেদন মিয়ার ছেলে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।