সদরের শাহাবাদ এলাকায় একটি গরুর খামারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। বিষযুক্ত পানি খেয়ে ৪টি বিদেশী অন্তঃসত্তা গরু এবং একটি বাছুর মৃত্যুর
সাথে লড়ছে। এর আগে গত এক মাসের মধ্যে ৭ লাখ টাকার ২টি গরু মারা যায়।
সদরের শাহাবাদ ইউনিয়নের শাহাবাদ গ্রামের বাসিন্দা খামার মালিক জাহিদ খান জানান, তিনি ২০ বছর ধরে আড়াই একর জমির ওপর বিভিন্ন সমিতি ও ব্যাংক থেকে লোন নিয়ে দেশী-বিদেশী জাতের সমন্বয়ে একটি গরুর খামার গড়ে তুলেছেন।
শনিবার (৩ জুন) সকালে খামারে এসে দেখেন দক্ষিন পাশের্^র সেডের ৪টি অন্তঃসত্তা ও ১টি গরু অসুস্থ হয়ে শুয়ে পড়েছে এবং মুখ দিয়ে লালা বের হচ্ছে। পরে দেখা যায় যেসব পাত্রে (চাড়ি) গরু খাবার খেয়ে থাকে, সেই পাত্রের পানির রং নীল। তার সন্দেহ গত শুক্রবার রাত ১২টার পর কোনো এক সময়ে এই পানিতে বিষ মেশানো হয়েছে। তিনি বলেন, গত এক মাসের মধ্যে তার প্রায় ৭ লাখ টাকার দু’টি গরুকে মেরে ফেলা হয়েছে। তার ধারনা স্থানীয় শত্রুতার কারণে তার খামারে বিষ প্রয়োগ করা হচ্ছে। এর প্রতিকার না হলে কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করা সম্ভব নয় বলে জানান। তিনি এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে নড়াইলের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা অনন্ত পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে খাবারের সাথে বিষ মেশানো হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা করে চুড়ান্তভাবে কিছু বলা যাবে না। গরুগুলির চিকিৎসা চলছে।
সদর থানার ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha