জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি'র সরকার উৎখাতের আন্দোলন দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিবে। এতে রাজনৈতিক পোকামাকড়ের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভিসা নীতি যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষার জন্য, এর সাথে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্ক নেই। তারপরও এই ভিসা নীতি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষেই সমর্থন দিয়েছে। পাশাপাশি নির্বাচনের বাইরে অস্বাভাবিক পন্থার প্রস্তাব নাকচ করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। নির্বাচনী এই ট্রেনে বিএনপি যাত্রী হিসেবে উঠতে ব্যর্থ হলে তাদের ভেলায় করে সাগরে ভেসে যেতে হবে।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি আজ ২মে, শুক্রবার বিকেলে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফুটবল মাঠে আয়োজিত জুনিয়াদহ ইউনিয়ন জাসদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তিতায় উপরোক্ত কথা গুলো বলেন।
জুনিয়াদহ ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক শাহজাহান আলী'র সভাপতিত্বে এবং সালাউদ্দিন মেম্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত আজকের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, জেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি সাজেদুল ইসলাম তুহিন,উপজেলা জাতীয় যুবজোট নেতা হুমায়ূন কবির জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে শাহজাহান আলীকে সভাপতি ও শাহজাহান মাষ্টারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।