নদীর ঢেউয়ের পর ঢেউ এসে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের বিস্তীর্ণ ফসলের জমি ভাঙছে, ভাঙছে সাজানো বসত বাড়ি, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ইত্যাদি।
নদী কেবল ভূমি ভাঙছেনা, একই সাথে ভাঙছে শত সহস্র মানুষের হৃদয়খানি, করছে তাদেরকে নিঃস্ব এবং দিচ্ছে ভবিষ্যতের জন্য অনিশ্চিত জীবন উপহার। সকাল বেলার আমিরকে করছে সন্ধ্যা বেলায় ফকির। তবুও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নেওয়া হয়নি দৃশ্যমান কোন উদ্যোগ।
নদী ভাঙন রোধে নিকট ভবিষ্যতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন হাতিয়া-সুবর্ণচর দুই উপকূলের মানুষ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111