রাজশাহীর বাঘায় শোরুমের তালা ভেঙে নগদ টাকাসহ মোবাইল চুরির দুইদিন পর বাঘা বাজার এলাকা থেকে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে ৬মাসে ৮টি চুরির ঘটনা ঘটলো। এসব ঘটনায় জিডি হলেও মামলা হয়নি।
জানা যায়, বৃহস্পতিবার (০১ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা সদরে বাঘা বাজার এলাকা থেকে ডিসকভার-১০০ সিসির ১টি মোটর সাইকেল (রাজশাহী হ-১২-২৭২২) চুরি হয়ে যায়। মোটর সাইকেল মালিক চারঘাটের মুনহারপুর গ্রামের মেরাজুল ইসলাম বাজার সংলগ্ন হায়াত আলী মার্কেটের আব্দুল আজিজ রেডিমেন্ট গার্মেন্টেসের প্রবেশ পথের গলিতে রেখে মাংস কিনতে যান। আধা ঘণ্টা পর এসে তার মোটরসাইকেলটি সেখানে পাননি। তিনি জানান, মোটরসাইকেলের তালা লক করে রেখে গিয়েছিলেন। পরে মোটরসাইকেলের খোঁজ না পেয়ে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন।
এর দুইদিন আগে গত সোমবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হামিদা প্লাজার মোল্লা এন্টারপ্রাইজের শো-রুমের তালা ভেঙ্গে চারটি কোম্পানির ৩৫ লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন ও ক্যাশ বাক্সে রাখা ৩ লক্ষ ৮ হাজার ৯৯০ টাকা চুরি হয়ে গেছে। পরের দিন সকাল ৮টায় শো-রুমে এসে গেটে নতুন তালা লাগানো দেখেন শো রুমের মালিক রোসনাল আহম্মেদ সুজন । পরে তালা ভেঙ্গে শো-রুমে প্রবেশ করে মোবাইল ফোন ও টাকা চুরির বিষয়ে জানেন।
তিনি জানান, মাকের্টে মোবাইল বিক্রির সমস্ত টাকা ক্যাশ বাক্সে রাখা ছিল। শোরুমে মোবাইল রাখা ছিল। সিসি ক্যামেরা ফুটেসে চোরদের চুরি করে বের হয়ে যেতে দেখা গেছে। মঙ্গলবার এ বিষয়ে থানায় সাধারণ ডাইরি করেছেন।
এছাড়াও ২১ এপ্রিল দিবাগত রাতে উপজেলার পদ্মার চরে, দাদপুর গ্রামের জায়েদ আলীর ঘরের সিঁধ কেটে ৫ লক্ষ টাকা চুরি হয়েছে। জায়েদ আলী জানান, আগের দিন মোকামে ভুট্টা বিক্রি করা টাকাগুলো এনে ঘরের মধ্যে রাখা ড্রামের ভেতরে রেখেছিলেন।
অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, গুরুত্বের সাথে তদন্ত পূর্বক চুরির সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha