পাবনার চাটমোহরের ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ২ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ টি বাড়ির ৩৫ ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় এক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।
এলাকাবাসী এবং ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে ওই এলাকার নান্টুর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এর পর বাবু, জাইদুল ইসলাম, সাহেদ আলী, আব্দুর রশীদ, বাকিবিল্লাহ, জয়নাল, আসান আলী, আফজাল হোসেন, জামিরুল ইসলামের বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পরে।
এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে এবং চাটমোহর ফায়ারসার্ভিসকে বিষয়টি অবগত করে। ১০ বাড়ির প্রায় ৩৫ টি ঘর, ঘরে রাখা ফসল, আসবাবপত্র, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্রাদী, পোশাকা সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
গ্রামটি প্রত্যন্ত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে যেতে দেরী হয়ে যাওয়ায় ক্ষয় ক্ষতির পরিমান বেড়ে যায়। ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘন্টা পর আগুন চাটমোহর ফায়ার সার্ভীসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha