আজকের তারিখ : জুলাই ১৫, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশকাল : মে ৩১, ২০২৩, ১:১৩ পি.এম
নলছিটিতে জনবল সংকটে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সেবা

ঝালকাঠির নলছিটিতে নিয়ম অনুযায়ী ১৭জন জনবল থাকার কথা থাকলেও মাত্র ৮ জন কর্মকর্তা কর্মচারী নিয়ে খুড়িয়ে চলছে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)'র নলছিটি শাখা অফিস।
জানা গেছে, উপজেলার বিদ্যুৎ বিতরণ কতৃপক্ষ ওজোপাডিকোর নলছিটি শাখার অধীনে ২০৩ কিঃমিঃ বিদ্যুৎ বিতরণ লাইনের জন্য বিভিন্ন পদে ১৭ জন কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা থাকলেও আছেন মাত্র ৮ জন। নতুন কোন নিয়োগ না থাকায় মাত্র ৮জন জনবল নিয়ে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে তারা। বর্তমানে তাদের অধীনে ১৫,২৭১ জন গ্রাহক আছেন যাদের সেবার সুবিধার্থে দৈনিক মজুরীর ভিত্তিতে পর্যাপ্ত শ্রমিক কাজ করার কথা থাকলেও সেখানে আছে মাত্র ১ জন।
গ্রাহক মেহেদী হাসান জানান,একে ত লোডশেডিং তারপরে দূর্ঘটনা রোধে ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ বন্ধ থাকাটাই স্বাভাবিক কিন্তু সেটা চালু করতে তারা অনেক সময় ঘন্টার পর ঘন্টা দেরি করেন। যার কারণে আমাদের প্রত্যহিক কাজে অহেতুক বিঘ্ন ঘটে। এ নিয়ে তাদের কাছে অভিযোগ দেয়া হলেও কোন সূরাহা মেলেনি।
নলছিটি ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী জানান, জনবল সংকট থাকায় অনেক সময় গ্রাহকরা তাদের কাংখিত সেবা দেরিতে পাচ্ছেন। ঝড় বৃষ্টির মৌসুমে বিতরণ লাইন নিরাপদ রাখতে অনেক ধরনের কাজ করতে হয়। সময়মত আশেপাশের ডালপালা কেটে দিতে হয় আবার ট্রান্সমিটারগুলো নিয়মিত চেক করতে হয়। অনেক সময় ঝড় হওয়ার পর পুরো লাইন চেক করে পূনরায় সংযোগ চালু করতে হয়। অন্যথায় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই চেকিংএ সময় বেশি লাগলে গ্রাহকরা মনক্ষুন্ন হন। দ্রুত সেবা দেয়ার জন্য পর্যাপ্ত লোকবল অবশ্যই প্রয়োজন।
আবাসিক প্রকৌশলী বলেন, জনবল সংকট থাকলেও আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। তারপরও কিছু অভিযোগ আছে কারন ভালোর তো শেষ নেই। শূন্য পদে জনবল থাকলে নিশ্চিত ভাবে বলা যায় এসবের সমাধান হয়ে সেবার মান আরও উন্নত হবে। তিনি আরও বলেন, উপজেলার জুরকাঠিতে ৩৩/১১ কেভির একটি উপকেন্দ্র আছে। সেখানে ৪ জন সুইচ বোর্ড এ্যাটেন্ডেন্ট থাকার কথা অথচ একজনও নেই। তারপরও আমরা সীমিত লোকবল দিয়ে চালিয়ে নিচ্ছি। কিন্তু পর্যাপ্ত জনবল পেলে গ্রাহককে আরও ভালো সেবা দেয়া যাবে। এ ব্যাপারে জেলা কর্মকর্তা কে বিষয়টি অবহিত করা হয়েছে।
জেলা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, জনবল সংকটের বিষয়টি আমাদের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। খুব শীঘ্রই শুন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। আশাকরি আগামী জুনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha