উপজেলার ঘোষপুর ইউনিয়নে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে লংকারচর গ্রামের রাজিব মোল্যার বিরুদ্ধে। এ ঘটনায় ও নারীর স্বামী মঙ্গলবার রাতে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, ওই নারীর স্বামী কৃষিকাজ ও দিন মজুরি করার সুবাদে দিনের অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে লংকারচর গ্রামের হাফিজার মোল্যার ছেলে রাজিব মোল্যা (৩০) প্রায়ই ওই নারীকে উত্যক্ত করতো।
মঙ্গলবার (১৬.০৩.২১) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজিব ওই মহিলার ঘরে প্রবেশ করে তাকে কুপ্রস্তাব দেয়। এ সময় মহিলার স্বামী ঘরে ফিরে রাজিবকে দেখতে পেয়েই প্রতিবাদ করে এবং পাকড়াও করার চেষ্টা করে।
তখন রাজিব মোল্যা তাকে (মহিলার স্বামী) কিল-ঘুষি মেরে আহত করে পালিয়ে যায়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এসআই ওয়াহিদুজ্জামানকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫