আজকের তারিখ : মে ১৬, ২০২৫, ১২:৪২ এ.এম || প্রকাশকাল : মে ৩০, ২০২৩, ৩:১১ পি.এম
তালমা ইউপির উম্মুক্ত বাজেট ঘোষণা

ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ মে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আবুল কালাম আজাদ।
এ বারের বাজেটে মোট আয় ১ কোটি ৫৭ লাখ ৪ হাজার ৪৮ টাকা এবং ব্যয় ১ কোটি ৫২ লাখ ৩২ হাজার ৭৪০ টাকা ধরা হয়েছে। এছাড়া ৫ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে এ উম্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha