"সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ" এ শ্লোগানকে সামনে নিয়ে "প্লাষ্টিক দুষণের সমাধানে সামিল হই সকলে" এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বিকালে এ উপলক্ষ্যে জেলা শিশু একাডেমি নড়াইলের চত্বরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি, নড়াইলের সহযোগীতায় দিবসটি পালন উপলক্ষ্যে এ চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
|
এ প্রতিযোগীতায় ৪ টি গ্রুপে শতাধিক শিশু প্রতিযোগী অংশ গ্রহন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, পরিবেশ অধিদপ্তর, নড়াইলের সহকারি পরিচালক শেখ কামাল মেহেদী, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহীম আল মামুন, প্রতিযোগী, অবিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।