ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের শুকদেব নগর গ্রামে সোমবার (২৯ মে) সকালে অসুস্থ মোতালেব শেখ (৬৫) নিজ ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।
জানা যায়, মোতালেব শেখ দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। তার পক্ষে তার ওষুধ কেনার টাকা যোগাড় করতে কষ্ট সাধ্য হয়ে পড়ে। তাকে দেখার শোনার জন্য একমাত্র তার স্ত্রী ছিল। তার স্ত্রী গত দুইদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। স্ত্রীর ভর্তির কারনে মোতালেব শেখ মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। সোমবার সকালে বাড়ি কেউ না থাকায় ঘরের বাঁশের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস নেয়।
এসআই নাজমুল হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গলায় ফাঁস নেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে লাশ থানায় আনা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।