নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের গ্রাম পুলিশ বকুল শেখ (৪০) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২৮ মে) সন্ধার পরে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত বদির শেখের ছেলে।
পারিবার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সন্ধা ৭:৩০ টার দিকে কুমড়ি গ্রামের রেজ্জাকের চাএর দোকান থেকে বাড়ি ফেরার পথে গোলাপ শেখের বাড়ির কাছে আসলে ওতপেতে থাকা সন্ত্রাসীরা ধারালো দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে গ্রুতর জখম করে চলে যায়। স্থানিয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত বকুল শেখের ছেলে রাকিব হোসেন জানান, আমার বাবা মারা যাওয়ার আগে হত্যার সাথে জড়িত আজমল, মাহামুদ, ইয়ামিন সহ কয়েকজনের নাম বলে যান।
দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন হত্যার বিষটি নিশ্চিত করে বলেন, পুলিশ সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনবে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha