আজকের তারিখ : নভেম্বর ২৭, ২০২৪, ২:২৫ পি.এম || প্রকাশকাল : মে ২৮, ২০২৩, ৪:৫৭ পি.এম
মাগুরায় আশ্রয়ণ-২ প্রকল্পের একক পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন
মাগুরায় আশ্রয়ণ-২ প্রকল্পের একক পুনবাসিতদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। শনিবার ২৭ মে সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন, মাগুরা সদর, মাগুরা এর আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের সহযোগিতায় আশ্রয়ণ-২ প্রকল্পের একক ঘরে পুনর্বাসিতদের ১০ (দশ) দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ।
প্রশিক্ষণ কর্মসূচিতে আশ্রয়ণ প্রকল্পের ১২৩ টি পরিবারকে নিরাপদ সবজি চাষ ও সেলাইয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার দে সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দগণ।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ হলো এই আশ্রয়ণ প্রকল্প। দেশের প্রতিটি ভূমিহীন-গৃহহীন মানুষকে জমিসহ ঘর প্রদান করা হচ্ছে এই প্রকল্পের লক্ষ্য। তিনি আরও বলেন যে, সরকার ভূমিহীন-গৃহহীন এসব প্রান্তিক মানুষদের শুধু জমিসহ ঘরই দেয়নি বরং তারা যেন অর্থ উপার্জনের মাধ্যমে সাবলম্বী হতে পারে সেজন্য তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে। তিনি ১০ (দশ) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha