পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ মে) রাতে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাত (০৭) সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহবায়ক হলেন, দৈনিক বাংলা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি উজ্জ্বল কুমার বিশ্বাস ও সদস্য সচিব এশিয়ান টিভি অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দূর্জয় কর্মকার।
যুগ্ম আহবায়ব হিসেবে আছেন খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল ইসলাম এবং নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।
এছাড়া সদস্যরা হলেন, কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, বিডি২৪নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর মোহাম্মদ হোসেন এবং চ্যানেল টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাধুরী আক্তার মায়া।
সংগঠনটির আহবায়ক উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে সাংগঠনিক স্থবিরতা কাটানোর জন্যই এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনে গতিশীলতা এনে দ্রুত সময়ের মধ্যে একটি নতুন কমিটি দেওয়ার কথা জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।