আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশকাল : মে ২৮, ২০২৩, ৪:১৯ পি.এম
নলছিটিতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত

ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে (২৮মে) রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন'র উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ'র সভাপতিত্বে অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ বারেক হাওলাদার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মাহবুবুর রহমান সেন্টু, কৃষি কর্মকর্তা জান্নাত আরা সাওন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার, পি়আইও বিজন কৃষ্ণ খরাতি প্রমুখ।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha