আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১২:২১ এ.এম || প্রকাশকাল : মে ২৮, ২০২৩, ৩:৪৫ পি.এম
ভূরুঙ্গামারীতে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারিকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২৭মে রাত সারে ১১টার দিকে উপজেলার ছোট খাটামারী এলাকার সহিদ আলীর বসত বাড়ি সংলগ্ন তার দোকান ঘর তল্লাশী করে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
এবং দুইজন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল উক্ত এলাকারমৃত আজিজুল হক এর পুত্র জহুরুল ইসলাম ওরফে বাবু (৩৭) ও একই এলাকার মৃত ইব্রাহিম আলীর পুত্রমোঃ সহিদ আলী (৫৭)।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার কৃত আসামী মোঃ জহুরুল ইসলাম ওরফে বাবু এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০৩ (তিন) টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত।
ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha