আজকের তারিখ : এপ্রিল ২৪, ২০২৫, ৯:০৫ পি.এম || প্রকাশকাল : মে ২৮, ২০২৩, ২:৪৭ পি.এম
তল্লাবাড়ীয়া এস এন টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজে অধ্যক্ষ পদে যোগদান জাহাঙ্গীর আলম কাননের

নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন জাহাঙ্গীর আলম কানন স্যার। তল্লাবাড়ীয়া এস এন টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজ, বিনোদপুর, মহম্মদপুর, মাগুরা। রবিবার ২৮ মে সকাল ১০ টার সময় ২০২৩ সাল।
এসময় উপস্থিত ছিলেন তল্লাবাড়ীয়া এস এন টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাজীব দত্ত, প্রভাষক সেতারা শাহীন, সহকারী শিক্ষিকা মনিরা খাতুন, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান শেখ, অফিস সহকারী কাম হিসাব রক্ষক বিপুল বর্মন, ল্যাব সহকারী এম জাফর আলী, আয়া আল্পনা খাতুন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জলি খাতুন এবং আল আমিন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পারনান্দুয়ালী মাগুরা প্রভাষক সেলিনা পারভীন শিলা ও দৈনিক সমাজের কথা পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদ।
এই কলেজের সভাপতির দায়িত্বে আছেন সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান।কলেজটিতে আছে ৪ তলা আধুনিক ভবন, খেলার বড় মাঠ, প্রধান গেটের সাথেই আরও ২ টা পাকা ভবন আছে ১ তলা বিশিষ্ট, চারপাশের প্রাকৃতিক মনোরম নিরিবিলি পরিবেশ, বড় বড় বৃক্ষ, ছাত্র-ছাত্রীদের কমনরুম, আধুনিক পাঠদান শ্রেণী কক্ষ, ১. বিএমটি, ২. ৯ম ও ১০ম শ্রেনীতে ভোকেশনাল কোর্স ৩. কৃষি ডিপ্লোমা ৪. শট কোস। মোট ৪ টি ট্রেড কোর্স।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha