আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ২:০৫ এ.এম || প্রকাশকাল : মে ২৭, ২০২৩, ৭:৪৩ পি.এম
মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছেঃ -আমির হোসেন আমু

মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। সরকারের সাফল্য দেখে একটি দল দিশেহারা হয়ে এখন দ্রব্যমূল্য নিয়ে মিথ্যা কথা বলছে। এখন মোবাইলের যুগ আপনারা খবর নিয়ে দেখেন বিশ্বের উন্নত দেশের তুলনায় আমাদের দেশে এখনও দ্রব্যমূল্য অনেক কম। ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগ'র আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ'র উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু(এমপি) এসব কথা বলেন।
তিনিও আরও বলেন,নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে কর্মী হয়ে মানুষের কাছে যেতে হবে। সরকার মানুষের পাঁচটি মৌলিক অধিকার পূরণ করতে সক্ষম হয়েছে। শিক্ষা,চিকিৎসা,বিভিন্ন ভাতা,রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ করাসহ সেবা সমুহ মানুষের দোড় গোরায় পৌছে দিয়েছে।
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে শনিবার(২৭মে) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ'র সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা। সূধী সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আ'লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নির্যাতিত নেতা বজলুর রহমান।
উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, জেলা আ’লীগের সদস্য ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, মোঃ নিজাম উদ্দিন মৃধা (সিআইপি), ঝালকাঠি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন শাহীন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha