আজকের তারিখ : অগাস্ট ১৪, ২০২৫, ৮:১০ পি.এম || প্রকাশকাল : মে ২৭, ২০২৩, ৩:৫৮ পি.এম
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মুক্তিযোদ্ধাগণ ভালো থাকবেঃ -আলহাজ্ব সদর উদ্দিন খান

কুষ্টিয়ার খোকসায় শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার দুপুরে খোকসা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এবং কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
প্রধান অতিথি আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মুক্তিযোদ্ধাগণ ভালো থাকবে।
বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযোদ্ধাদের ভাতা ও বীরনিবাস গৃহ নির্মাণ সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করেছেন। তিনি বলেন বর্তমান সরকার জনগণের কল্যাণে উন্নয়নমূলক কাজ করছেন, এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশকে আগামী ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছেন, তিনি এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধাসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমান্ডার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তারিকুল ইসলাম, উপজেলা বিআর ডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, শিমুল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী ও সাংবাদিকগণ। বক্তাগণ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্মৃতিচারন মূলক আলোচনা করেন এবং শেষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মাহবুব রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha