আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৪:৩১ পি.এম || প্রকাশকাল : মে ২৭, ২০২৩, ১০:৪৯ এ.এম
মুকসুদপুরে ভূয়া মসজিদ দেখিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে বেতন তুলে আত্মসাৎ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রাক-প্রাথমিক ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক খালিদের বিরুদ্ধে। সে প্রভাকরদী গ্রামের মৃত আব্দুর রউফ মল্লিকের ছেলে।
ওই শিক্ষকের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও টাকা আত্মসাতের বিষয়ে গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ২নং ওয়ার্ডের উত্তর পাড়া নতুন জামে মসজিদ কমিটি।
অভিযোগসূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে ধর্মবিষয়ক মন্ত্রনালয় হতে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কেন্দ্রে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা, সহজ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা পরিচালনা করা হচ্ছে।
উপজেলার কলিয়া হযরত আবুবক্কর (রাঃ) জামে মসজিদ নামে ভূয়া একটি কেন্দ্রের নাম দিয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য প্রতি মাসে ইসলামিক ফাউন্ডেশন থেকে দীর্ঘদিন যাবত বেতন তুলে আত্মসাৎ করে আসছে ওই শিক্ষক। অথচ গ্রামবাসীর অভিযোগ তিনি মসজিদে একজন শিক্ষার্থীকেও পড়ান না, ওই নামে ওই গ্রামে কোন মসজিদ নাই।
মুকসুদপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আল-আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পরে আমি বিষয়টি তদন্তে গিয়েছিলাম, প্রাথমিক ভাবে তার বিল বন্ধ করে দিয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য- খালিদ একজন ভুয়া কাজী; মুকসুদপুর কলেজ রোডের চন্ডিবরদী গ্রামে অফিস নিয়ে বিভিন্ন ভুয়া কাবিন করিয়ে বিয়ে পড়িয়ে আসছেন বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha