কুষ্টিয়ার ভেড়ামারায় হঠাৎ করেই হালকা ঝড়ো হাওয়া ও পরে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বড় বড় শিলা বৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট ধরে বয়ে যাওয়া কাল বৈশাখীর তান্ডবে দমকা হাওয়া ও শিলা বৃষ্টিতে ঘর বাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার ছিড়ে শহর ও গ্রামগঞ্জে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় জনসাধারণের দুর্ভোগ চরমে। গভীর রাতে পর্যন্ত প্রায় ৬ঘন্টা কাজ করার পর ভোর রাতে বিদ্যুৎ লাইন সচল করা হয় ।
ভেড়ামারায় তীব্র তাপদাহের পর হঠাৎ করে এক পশলা বৃষ্টি যেন জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। কেটে গেছে গরমের তীব্রতা।
গতকাল বৃহঃপ্রতিবার সন্ধ্যায় হঠাৎ করেই নিকষকৃষ্ণ কলো ঘোর অন্ধকার নিয়ে কাল বৈশাখী হানাদেয়। শুরু হয় তুমূল ঝড়। ঝড়ো হাওয়ায় গাছপালা, ঘরবাড়ী ও বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। হার্ডিঞ্জ ব্রীজের অদূরে তালবাড়ীয়া নামক স্থানে পদ্মা নদীর বালু মহলে কর্মরত একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। বালু বোঝাই ঐ নৌকায় ৫/৬ জন শ্রমিকেরা সবাই নদী সাঁতরিয়ে তীরে এসে জীবন রক্ষা করে।
বাহাদুরপুর ইউনিয়নের চর এলাকা নতুন রায়টা গ্রামের মো. কাউছার মিয়া বলেন, ঝড়ে আমার বসত বাড়ির ঘরসহ আশপাশের ৩/৪টি কাচাঘর ঝড়ে উড়ে গেছে। ভেঙে গেছে বহু গাছপালা।
|
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল রানা পবন ও জুনিয়াদহ ইউনিয়মের চেয়ারম্যান হাসান জানান, ২৫মে,বৃহঃপ্রতিবার সন্ধ্যার দিকে ইউনিয়নের কয়েকটি গ্রামে শিলা বৃষ্টিসহ কাল বৈশাখী ঝড় হানা দেয়। ঝড়ে কাচা ঘর বাড়ি ও গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাতে বন্ধ হয়ে যায় গোটা ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ। ঝড়বৃষ্টি শেষে পরে বিদ্যুতের লোকজন রাতভর কাজ করে ২৬ মে, শুক্রবার ভোররাতের দিকে বিদ্যুৎলাইন চালু করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha