আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৯:৪৬ পি.এম || প্রকাশকাল : মে ২৫, ২০২৩, ৪:৩৯ পি.এম
খোকসায় বাসের চাকায় পিষ্ট হয়ে ২ কলেজ ছাত্রের মৃতু

কুষ্টিয়ার খোকসায় বাসের চাকায় পিষ্ট হয়ে আবু মুছা (১৮) ও পারভেজ (১৯) নামের দুই দুই কলেজ ছাত্র মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২৫ মে বৃহস্পতিবার দুপুরের দিকে খোকসা উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু মুছা ও পারভেজ মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিলজানি ফুলতলা এলাকায় বাসচাপায় ঘটনাস্থলে তারা নিহত হন। পরে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত পারভেজ কুমারখালী উপজেলার যদুবায়রা গ্রামের আবু বক্করের ছেলে এবং আবু মুছা একই উপজেলার চরজগন্নাথপুর এলাকার ইসহাক আলীর ছেলে। তারা দুজন শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের ছাত্র।
খোকসা থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন, পিছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল (কুষ্টিয়া -হ-১৩-৮৪৮১) আরোহী দুজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং পদ্মা-গড়াই বাসে ( ঢাকা মেট্রো- ব-১৪-৫১৪৮) চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য মৃত্যুদেহ ও বাসটি রোড এন্ড হাইওয়ের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। কলেজ ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha