জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ভূমিসেবা সপ্তাহ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২২ মে) সকালে ভূমি অফিস এর আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে র্যালির মাধ্যমে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন রুবেল
এ সময় ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) মো: হেলাল উদ্দিন ভূইয়া,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম,ভাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র আইয়ুব আলী,ভাঙ্গা সরকারি কে.এম. কলেজের অধ্যাক্ষ ইব্রাহিম খলিল,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন ।
এসময় উপজেলার সকল উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভূমিহীন ও গৃহহীনদেরকে নামজারিসহ সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। এ ভূমিসেবা চলবে ২২মে থেকে আগামী ২৮মে পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫