আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৪:৩৩ পি.এম || প্রকাশকাল : মে ২২, ২০২৩, ২:৩৭ পি.এম
মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন হয়েছে। সোমবার (২২ মে) সকালে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি’র কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহর উদ্বোধন হয়। ভূমি সেবা সপ্তাহ আগামী ২৮ মে পর্যন্ত চলবে। র্স্মাট ভূমি সেবা নিতে উপজেলার সকল জনসাধারণকে আহ্বান করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসী বিশ্বাস দুর্গা, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছিরু মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha