‘‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’’ এ পতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফয়সল, উচ্চ মাধ্যমিক কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ ।
|
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ৫জন ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, উপজেলা ভূমি অফিস ২২ মে থেকে ২৮ মে ২০২৩ ইং পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উদ্যাপন উপলক্ষে ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন কর্মসূচী পালন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫