রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তলসহ আব্দুল করিম (৪৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। রোববার (২১ মে) রাত ৩টার দিকে উপজেলার মহদীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আব্দুল করিম চারঘাট উপজেলার মাড়িয়া শাহপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আব্দুল করিম রোববার রাত ৩টার দিকে উপজেলার মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোছার ঈদগাহ সংলগ্ন পাঁকা রাস্তার উপর বিদেশে অস্ত্র নিয়ে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিকে র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এ সময় তাকে তল্লাসি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, একটি মোবাইল, একটি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, র্যাব-৫ এর পক্ষে থেকে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামী হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।