আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ২:০০ এ.এম || প্রকাশকাল : মে ২১, ২০২৩, ৯:২৪ পি.এম
আমির হোসেন আমু’র আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

ঝালকাঠির নলছিটিতে সাবেক সফল শিল্পমন্ত্রী ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) মহোদয়ের নলছিটিতে আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১মে) বিকেলে দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা, দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোন্দকার মুনসুর আহমেদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ইলিয়াস হোসেন শাহিন, দপদপিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা আক্তার রিনা, ইউপি সদস্য নাজনিন আক্তার নিপা, হাসান বিশ্বাস, সাইফুল আকন, রাহিমা বেগম প্রমুখ।
উল্লেখ্য আগামী ২৭মে আমির হোসেন আমু (এমপি) দপদপিয়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্ধোধন ও সুধিসমাবেশে যোগদানের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তার আসন্ন সফর সফল করতে নেতাকর্মীদের উজ্জীবিত করতে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha