ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ২ নং সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান পদে আ'লীগের মনোনয়ন প্রত্যাশি মো. মজিবর রহমানের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সকাল ১০টায় মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের মুজুরদিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা এম এম শাফিউল্লাহ শাফি, ইউনিয়ন আ'লীগের সাংগঠনিক সম্পাদক
মো. মজিবর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাফিউল আলম মিন্টু, ইউনিয়ন আ'লীগের তথ্য ও গবেশনা সম্পাদক ঝিল্লুর রহমান জুয়েল, সদস্য আমিনুল মুন্সি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন শান্ত, শরিফুল ইসলাম, জাকারিয়া সবুজ, সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাত ৯টার দিকে সাতৈর ইউনিয়ন অফিসের উত্তর পাশে মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের উপরে মো. মজিবর রহমানের উপরে মন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরল আলম বলেন, হামলার ঘটনা আমাদের কেউ জানায়নি এবং থানায় কেউ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।