নাটোরে সরকারি সময়সূচি অনুসরণ করে গাছ থেকে ফরমালিনমুক্ত আম আহরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার কোলাকান্তনগর গ্রামে একটি আমবাগানে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ, আহম্মদপুর আম আড়তদার মালিক সমিতির সভাপতি আব্দুর রউফ। নাটোর জেলায় এ বছর ৫ হাজার ৭৪৭ হেক্টর আমবাগান থেকে ৮০ হাজার ৪০০ টন আম আহরণ করা হবে বলে জানিয়েছেন কৃষি অফিস।
উল্লেখ্য, নাটোর জেলায় ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণী পছন্দ ও লক্ষণভাগ, ৩০ মে থেকে ক্ষিরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া, ২০ জুন থেকে মোহনভোগ ও আম্রপালি, ২৫ জুন থেকে ফজলী ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ২০ আগস্ট থেকে গৌরমতি আম গাছ থেকে আম সংগ্রহ করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111