ফরিদপুর সদরপুর উপজেলায় ফার্মাসিটিক্যাল অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাইশ রশি শিব সুন্দরী একাডেমি মাঠে মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় সদরপুর ফারিয়া সিনিয়র একাদশকে জুনিয়র একাদশ চার উইকেটে পরাজিত করে।
প্রথমে টসে জিতে জুনিয়র একাদশের ক্যাপ্টেন মোঃ শহিদুল ইসলাম বোলিং করার সিদ্ধান্ত নেন। মোঃ মামুন অর রশিদের নেতৃত্বে সিনিয়র একাদশ ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে ১২৫ রানের বড় ইনিংস দাঁড় করে, সিনিয়র একাদশের পক্ষে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ বাবু তিনি ৪১ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন।
জবাবে জুনিয়র একাদশ প্রথম ওভার থেকে চড়াও হয়ে খেলতে থাকে। মোঃ শুভ, মোহাম্মদ খাইরুল ইসলাম, মোহাম্মদ রাসেলের নান্দনিক ব্যাটিং এ ১৩ ওভার দুই বলে লক্ষ্যে পৌঁছা যায়, জুনিয়র একাদশের পক্ষে সর্বোচ্চ রান করেন মোঃ শুভ -২৮, ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পান সিনিয়র একাদশের ডেল্টা ফার্মার মোহাম্মদ গিয়াস উদ্দিন তিনি ব্যাট হাতে ১৫ রান এবং তিন ওভার বল করে ১২ রান দিয়ে তিনটি উইকেট লাভ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে ট্রফি বিতরণ করেন দৈনিক তৃতীয় মাত্রা সাংবাদিক এস এম মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা ঔষুধ কোম্পানিতে চাকরি করে তারা শিক্ষিত স্মার্ট, তারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমীর চক্রবর্তী, মিহির মল্লিক, মিরাজুল ইসলাম, সুমন চক্রবর্তী, শহিদুল ইসলাম, মোহাম্মদ বাবু, মানিক মিয়া, আকরাম হোসেন, আজিজুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ হাবিব, প্রতাপ মন্ডল, মোঃ মনিরুজ্জামান, মোঃ আফসারসহ সদরপুরের সকল ফার্মাসিটিক্যালের সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।