আজকের তারিখ : মে ১৮, ২০২৫, ১২:১৭ এ.এম || প্রকাশকাল : মে ১৯, ২০২৩, ১০:১৭ পি.এম
ফরিদপুরে সাংবাদিক এম এ আজিজ এর মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুর প্রেসক্লাব এর সাবেক দপ্তর সম্পাদক প্রয়াত সাংবাদিক এমএ আজিজ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল শুক্রবার রাতে মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় এ স্মরণসভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য মফিজ ইমাম মিলন, প্রয়াত সাংবাদিক এম এ আজিজ এর স্ত্রী পারুল বেগম, তার পুত্র রিশান মাহমুদ রনি , পুত্রবধূ ইসরাত জাহান প্রিয়াঙ্কা।
এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবের সদস্য জুবায়ের জাকির, মঞ্জুয়ারা স্বপ্না, আসাদুল হক, নাজিম বাকাউল, শফিকুল ইসলাম মনি, আনোয়ার জাহিদ, তরিকুল ইসলাম হিমেল, সেলিম মোল্লা।
এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন এম এ আজিজ শুধুমাত্র একজন সাংবাদিক ছিলেন না তিনি প্রচণ্ড ভালো একজন মানুষ ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার বিষয়ের সাথে জড়িত ছিলেন। একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাব একজন অভিভাবককে হারালেন।
অনুষ্ঠানে শুরুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পরবর্তী পর্বে দোয়া পরিচালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সিরাজুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha