মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে গবাদিপশু চুরি করতে এসে ২ জন চোর হাতে হাতেই সরাসরি ধরা পড়েছে। শুক্রবার ১৯ মে অনুমান বিকাল ৪ টার সময় কুচিয়ামোড়া গ্রামের মোঃ লালমিয়ার গবাদিপশু ছাগল ভ্যানে করে চুরি করে নিয়ে যাওয়ার সময় বেড়িবাঁধের রাস্তায় কুচিয়ামোড়া ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ বাবু মিয়ার নিকট ভ্যান ও ছাগলসহ হাতেনাতে ধরা পড়ে।
আটককৃত ব্যক্তিরা হচ্ছে গোপালগ্রাম ইউনিয়নের শিয়ালজুড়ি গ্রামের আবু তালেব শিকদারের ছেলে তৈয়ব আলী (২৬) ও কুটিয়া মিয়ার ছেলে মোঃ রিপন (২৫)। ইউনিয়ন সহকারী প্লাটুন কমান্ডার মোঃ বাবু মিয়া জীবনের ঝুঁকি নিয়ে আটককৃত চোর চক্রের সদস্যদের হাতেনাতে আটক করেন এবং মাগুরা সদর থানায় সোপর্দ করেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান আটককৃত ২ চোরের ব্যাপারে মামলাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মাগুরা শুভ্র চৌধুরী জানান ইউনিয়ন সহকারী প্লাটুন কমান্ডার মোঃ বাবু মিয়ার সাহসী কতাপূর্ণ কাজ সত্যিই প্রশংসনীয় এবং মাগুরা জেলার আনসার ও ভিডিপি সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সামাজিক ব্যাধি নির্মূলে সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫