আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৬:৩২ পি.এম || প্রকাশকাল : মে ১৯, ২০২৩, ১০:২১ পি.এম
নোয়াখালীর হাতিয়ায় এক রোহিঙ্গা আটক!

নোয়াখালীর হাতিয়ায় বুডির ইউনিয়ন থেকে ১ রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। কক্সবাজার থেকে পালিয়ে এসেছিলেন এই রোহিঙ্গা। শুক্রবার (১৯ মে) এগারোটার দিকে আটককৃত রোহিঙ্গাকে থানায় সোপর্দ করা হয়।
এর আগে সকাল দশটার দিকে হাতিয়া উপজেলার বুুড়িরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রহমত বাজার এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয়রা।
আটককৃত রোহিঙ্গার নাম মোঃ আব্দুল হাফেজ (৩৫) পিতা- আমির হোসেন, মাতা- আয়েশা খাতুন, ট্যাংকালী হাকিম পাড়া, ১৫নং বল্ক, উখিয়া, কক্সবাজার।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার এলালাকায় অপরিচিত যুবককে ঘুরতে দেখে বিষয়টি সন্দেহ হয় স্থানীয়দের। এ সময় তাকে আটক করলে করলে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। এরপর বেলা ১১ টায় সেখান থেকে তাকে হাতিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান কক্সবাজার কাজের উদ্দেশে পালিয়ে এসেছেন আটককৃত রোহিঙ্গা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha