আজকের তারিখ : মে ১৬, ২০২৫, ১২:৫০ এ.এম || প্রকাশকাল : মে ১৯, ২০২৩, ১:৩৩ পি.এম
ফরিদপুরের অবৈধভাবে বালু উত্তোলনকালে নৌ পুলিশের হাতে ৩ জন আটক

ফরিদপুরের ডিক্রিরচর ইউনিয়নে গোলডাঙ্গী ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে অবৈধভাবে ০১ টি ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন কালে শুক্রবার রাত সাড়ে চারটায় সদর থানার নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইদ্রিস আলীর নেতৃত্বে ০৩ জন ব্যাক্তিসহ একটি ড্রেজার আটক করা হয়৷
আটককৃত ব্যাক্তিরা হলেন ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের মেম্বার ১) শহিদ বিশ্বাস (৪৭), পিতা: মৃত শেরজন বিশ্বাস, সাং- আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, থানা: কোতোয়ালি, ফরিদপুর সদর৷
২) মো: নজরুল ইসলাম (৩৮), পিতা: মো: হালিম, সাং: সোহাগদল, থানা: নেছারবাগ, জেলা: পিরোজপুর, ৩) মো: মোরসালিন, পিতা: মো: মোস্তফা কামাল, সাং: বিসারাকান্দি, থানা: বানাড়িপারা, জেলা: বরিশাল৷
নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ডিক্রিরচর ইউনিয়নের মেম্বারসহ ০৩ জনকে অবৈধভাবে বালু উত্তোলন কালে আটক করা হয়েছে । আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে বলে জানা যায়৷
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha