সোনালী আশে সোনার দেশ- মুজিব বর্ষে বাংলাদেশ। এই প্রতিপাদ্য সামনে রেখে, ফরিদপুরের সালথায় পাট চাষীদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিতরণ শুরু করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, জাইক্যা কর্মকর্তা রিফাত রিয়াজ, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু প্রমূখ।
উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী জানান, উপজেলার মোট ২৫শ পাট চাষীর মাঝে এক কেজি বীজ ও ১২ কেজি করে সার দেওয়া হবে। আজ রামকান্তপুর ইউনিয়নের ২’শ ৫০ জন চাষির মাঝে বিতরন সম্পন্ন করা হলো।পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে বীজ ও সার বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha